ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মমেক হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো
🕐 ১২:১৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১

মমেক হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া এসব ব্যক্তিদের মধ্যে ১০ জন করোনা শনাক্ত হয়ে এবং ৭ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে ময়মনসিংহের ৪ জন, শেরপুরের ২ জন, জামালপুরের একজন, নেত্রকোনার ২ জন, গাজীপুরের একজন। আর উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহের ৫ জন, গাজীপুর ও শেরপুরের একজন করে।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৭৮ জন রোগী ভর্তি আছেন৷ এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ফ্লু কর্নার থেকে চিকিৎসা নিয়েছেন ৪৩৯ জন।

এদিকে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৬৯টি নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ ।

 

 
Electronic Paper