ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হালুয়াঘাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি
🕐 ১১:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

হালুয়াঘাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. খাইরুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ২২ মঙ্গলবার রাতে উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নং মেইন পিলার (৫-এস) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খাইরুল ইসলাম হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনার উদ্দেশে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতের গাছুয়াপাড়া সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ-৫৫) টহলরত দল তাকে গুলি করে। পরে খাইরুলের পরিবারের লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোপনে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে মর্গে থাকা গুলিবিদ্ধ লাশের খবর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে। কিন্তু স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে কেউ তাদের অবহিত করেনি।

 
Electronic Paper