ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কর্মহীনদের পাশে পৌর মেয়র

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
🕐 ১২:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ০১, ২০২০

কর্মহীন পাঁচ হাজার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক। গত সোমবার ও মঙ্গলবার রাতে ঘোড়াশাল পৌর শহরের বাংলাদেশ জুটমিল কলোনি, টেকপাড়াসহ আরও কয়েকটি গ্রামের দরিদ্র মানুষের ঘরে ঘরে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য পৌঁছে দেন মেয়র শরিফুল হক শরীফ।

পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন উপস্থিত থেকে ত্রাণ বিতরণ তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব, মহিলা কাউন্সিলর শারমিন আক্তার, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আশাদউল্লাহ মনা প্রমুখ।

পৌর মেয়র শরিফুল হক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে ঘরে থাকার আহ্বান করা হয়েছে। এমন পরিস্থিতে অন্যান্য স্থানের মতো ঘোড়াশাল পৌর এলাকায় শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

তাই আমরা ঘোড়াশাল পৌরসভার পক্ষ থেকে পাঁচ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 
Electronic Paper