ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জামালপুরে সরকারি আট কলেজে ফল বিপর্যয়

মিঠু আহমেদ, জামালপুর
🕐 ১০:০০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৮

জামালপুর জেলার আটটি সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে। আট কলেজে অকৃতকার্য হয়েছে প্রায় দুই হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী। এসব কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল পাঁচ হাজার ৩২১ জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে দুই হাজার ৫৭৫ জন।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ড. মো. মুজাহিদ বিল্লাহ ফারুকী জানান, আশেক মাহমুদ কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেয় এক হাজার ২১৫ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৬৩ এবং অকৃতকার্য হয়েছে ৩৫২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। অন্য সাতটি সরকারি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও জিপিএ-৫ পায়নি।
জামালপুর শহরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় এবার এক হাজার ৪৪২ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৬৮৫ এবং অকৃতকার্য হয়েছে ৭৫৭ জন। মেলান্দহ সরকারি কলেজ থেকে পরীক্ষা দেয় ৩৬৫ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩৩ জন এবং অকৃতকার্য হয়েছে ২৩২ জন। মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৮৬ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫৩ এবং অকৃতকার্য হয়েছে ২৩৩ জন। বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৯৯২ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৩২ জন, অকৃতকার্য হয়েছে ৫৬০ জন।
সরকারি ইসলামপুর কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ৩৬০ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০১ জন এবং অকৃতকার্য হয়েছে ২৫৯ জন। সরিষাবাড়ী উপজেলার সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১৬৭ জন। উত্তীর্ণ হয়েছে ৬৪ জন, অকৃতকার্য হয়েছে ১০৩ জন। সরিষাবাড়ী পাইলট উচ্চ মাধ্যমিক সরকারি বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষা দেয় ২১৪ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪৪ জন, অকৃতকার্য হয়েছে ৯০ জন। এ ছাড়াও ইসলামপুরের সভারচর কলেজ ও দেওয়ানগঞ্জের আব্দুল মোমিন লাল মিয়া মহিলা কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
ফলাফল বিপর্যয়ের বিষয়ে সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মো. মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেন, ‘ছাত্রছাত্রীদের লেখাপড়ার প্রতি অমনোযোগী হওয়ার কারণেই ফল বিপর্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ প্রশ্নপত্র নাকি অনেকটাই কঠিন করা হয়েছিল। শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি মনোযোগী হলে এ সমস্যা কাটিয়ে উঠা সম্ভব বলে মনে করেন তিনি।

 
Electronic Paper