ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভালুকায় এলাকাবাসীর উদ্যোগে কাঠের সেতু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
🕐 ৬:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ঝালপাজা গ্রামে এলাকাবাসী খীরু নদীর ওপর প্রায় দেড়শ ফুট লম্বা একটি কাঠের সেতু নির্মাণ করে পারাপারের ব্যবস্থা করেছেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের পারাপারের কথা বিবেচনা করে এলাকাবাসীর যৌথ সহযোগিতায় খীরু নদীর ওপর প্রায় দেড়শ ফুট লম্বা একটি মজবুত কাঠের সেতু নির্মাণ করেছেন।

ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল আলম সোহাগ জানান, খীরু নদীর এ স্থানটিতে একটি সেতুর অভাবে ছেলে মেয়েদের লেখাপড়ার বিঘ্ন ঘটে। এ ছাড়াও নদী পাড়ের ঝালপাজা বাজারে হাজার হাজার মানুষ সপ্তাহে দুদিন হাট করতে আসে।

হবিরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু জানান, ঝালপাজা হবিরবাড়ী ইউনিয়নে এ গ্রাম একটি পুরোনো বাজার, একটি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়সহ মসজিদ-মাদ্রাসা ও শিল্পপ্রতিষ্ঠানসহ সামাজিক প্রতিষ্ঠান রয়েছে।

এখানে কয়েকটি গ্রাম নদীর কূলঘেঁষা হওয়ায় এলাকাবসী ও ছাত্রছাত্রীদের নদী পারাপার হওয়ার কারণে বাজার এলাকায় একটি পাকা সেতু অতি জরুরি।

 
Electronic Paper