ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু শনাক্তকরণ কিট

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
🕐 ১:০২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা (৫০ শয্যা বিশিষ্ট) স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমদানি করা ডেঙ্গু শনাক্তকরণ ১০০ কিট এসেছে। আরও কিট কেনা হবে বলে জানান হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ড. এএসএম তানজিরুল ইসলাম রায়হান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা এএসএম তানজিরুল ইসলাম রায়হান জানান, এ পর্যন্ত ৫-৬ জন ডেঙ্গু রোগের সিনটম নিয়ে উপজেলা হাসপাতালে আসছিল।

এখানে ওইসব রোগীর কোনো পরীক্ষার ব্যবস্থা না থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তবে আসা রোগীরা সবাই ঢাকা থেকে নিজ এলাকায় এসেই এ সিমটমে ভুগছেন বলে দাবি স্বজনদের।

তিনি আরও জানান, ডেঙ্গুমুক্ত করতে হলে আমাদের চারপাশ পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। শনাক্তকৃত রোগীদের চিকিৎসার পাশাপাশি বেশি করে তরল জাতীয় খাদ্যের কোনো বিকল্প নেই।

 
Electronic Paper