ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যমুনায় নৌকাডুবির ঘটনায় উদ্ধার আরও ৬, এখনও নিখোঁজ ৫

জামালপুর প্রতিনিধি
🕐 ১:৩৮ অপরাহ্ণ, আগস্ট ০৮, ২০১৯

জামালপুরের দেওয়ানগঞ্জে ডুবে যাওয়া নৌকার ৬ আরোহীকে যমুনা নদীর একটি চর থেকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। বুধবার রাতের ওই নৌকাডুবির ঘটনায় ৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর উদ্দিন অলি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। 

তিনি জলেন, বৈরী আবহাওয়ার কারণে কাল রাত ১টায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। আজ সকালে আবার শুরু করার পর ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে প্রজাপতির চর থেকে ছয়জনকে উদ্ধার করা হয়।

বুধবার রাতের জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় অন্তত ২৭ জন যাত্রী ছিলেন। নৌকাডুবির পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ১৬ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় নদী ছিল উত্তাল।

দেওয়ানগঞ্জ সার্কেলের এএসপি রাকিবুল হাসান রাসেল গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও স্থানীয়রা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। দুটি বড় নৌকা নিয়ে যমুনার মাঝপথ, দুর্ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

নিখোঁজরা সবাই চর হলকা হাওড়াবাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

 
Electronic Paper