ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘ময়মনসিংহে সাংস্কৃতিক বলয় গড়ে তোলা হবে’

ময়মনসিংহ প্রতিনিধি
🕐 ৯:১১ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু এমপি বলেছেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালাকে কেন্দ্র করে মাস্টারপ্ল্যানের মাধ্যমে ময়মনসিংহে সাংস্কৃতিক বলয় গড়ে তোলা হবে। এ বলয়ে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড মিলিত হবে। এখানে অডিটোরিয়াম, গ্যালারি, আবাসিক ব্যবস্থাপনাসহ সিনেকমপ্লেক্স থাকবে। এ সরকারের আমলেই সাংস্কৃতিক বলয় গড়ে তোলা হবে।’

গত শনিবার রাতে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল ওয়াদুদ সরকারের মেয়ে সঙ্গীতশিল্পী ওরিন নাশিদ হৃদি শিক্ষাজীবনে সাফল্যের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়ায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে কবি-সাহিত্যিকসহ বরেণ্য ব্যক্তিদের নামে যেসব স্থাপনা আছে সবগুলোরই উন্নয়নে কাজ করা হবে। মুক্তাগাছার গারো সম্প্রদায়ের জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, প্রেস ক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, ডা. কে আর ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।

 
Electronic Paper