ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ময়মনসিংহের গ্রামীণ সড়ক খুঁড়ে রাখায় জনদুর্ভোগ

ময়মনসিংহ প্রতনিধি
🕐 ৯:৩৭ অপরাহ্ণ, মে ১৯, ২০১৮

ময়মনসিংহের গৌরীপুরে এলজিইডির আইআরআইডিপি প্রকল্প-২ এর আওতায় বিভিন্ন গ্রামীণ সড়ক পাকাকরণ কাজে খুড়ে রাখায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে খুড়ে রাখা এসব রাস্তা জলমগ্ন হয়ে পড়ছে। তাছাড়া রাস্তা তৈরিতে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সময় ক্ষেপণের পাশাপাশি অনিয়মেরও অভিযোগ উঠেছে। একই অবস্থা লক্ষ্য করা গেছে জেলার মুক্তাগাছা উপজেলাতেও।

মুক্তাগাছার ঘাটুরী এলাকায় জামালপুর সড়ক থেকে বেরিয়ে যাওয়া রাস্তাটি দীর্ঘ সময় ধরে খুড়ে রাখা হয়েছে। ফলে বৃষ্টির সময় এ সড়কেও পানি জমে যায়। ঠিকাদার কাজ করছেন ঢিমেতালে।  
খোঁজ নিয়ে জানা যায়, গৌরীপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামীণ রাস্তা প্রায় চার মাস ধরে মাটি খুড়ে বক্স করে রাখায় তাতে বৃষ্টির পানি জমে রয়েছে। এতে স্থানীয় জনগণের চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ।
উপজেলার বেতান্দর গ্রামের হুমায়ূন (৩২) জানান, ৫ জানুয়ারি বোকাইনগর ইউনিয়নে কান্দাপাড়া থেকে  বোকাইনগর ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৬৫ লাখ ৩১ হাজার ৪৬৭ টাকা ব্যয়ে এক হাজার ১৭৫ মিটার নতুন        পাকা রাস্তা তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। কিন্তু চার মাস আগে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শাহরিয়া এন্টারপ্রাইজ পুরো রাস্তার মাটি খুড়ে বক্সকরণ ছাড়া আর কোনো কাজ করেনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. ওয়াহেদুল  হক জানান, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো রাস্তার কাজ সম্পন্ন করছে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে।
ময়মনসিংহের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সরকার জানান, এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। যদি এ সময়ের মধ্যে তারা কাজ শুরু না করে তাহলে নতুন করে রাস্তার টেন্ডার আহ্বান করা হবে।

 
Electronic Paper