ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জামালপুরের সেই জেলা প্রশাসককে বদলি

জামালপুর প্রতিনিধি
🕐 ৮:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

জামালপুরের সেই জেলা প্রশাসককে বদলি

অবশেষে জামালপুরের আলোচিত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদকে বদলি করে তদস্থলে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (উপসচিব) মো. শফিউর রহমানকে জামালপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সোমবার বিকালে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। তার বক্তব্যের পর সমাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পরে।

জানা যায়, ২৭তম বিসিএসের কর্মকর্তা মো. ইমরান আহমেদ গত ২৩ জুলাই জামালপুরের জেলা প্রশাসক হিসেবে তিনি যোগদান করেছিলেন।

 
Electronic Paper