পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
🕐 ১১:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মাহমুদ নগর গ্রামে বুধবার সন্ধ্যায় দুই চাচাতো বোন নুরুল ইসলামের মেয়ে শ্রাবণী আক্তার (১০) ও রিপনের মেয়ে মাইশা আক্তার (৭) বাড়ির পিছনে পুকুরে ডুবে মারা গেছে। শ্রাবণী শেখ কমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ ও মাইশা ২য় শ্রেণির শিক্ষার্থী।
তাদের চাচাতো ভাই আশরাফুল হক মহিন জানান- সন্ধ্যার পূর্বে প্রথমে মাইশাকে খোঁজাখুজি করে তার পরিবার। একপর্যায়ে পুকুর পাড়ে মাইশার জুতা দেখতে পায় তাঁরা। এসময় পুকুরে নেমে মাইশাকে পানির নিচে খুঁজে পায়। উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর শ্রাবণীর পরিবার খেয়াল করে তাকে কোথাও দেখা যাচ্ছে না। আবারও শুরু হয় খোজাখুজি। পুকুরের মাঝে পানির নিচে কাদায় আটকে ছিল শ্রাবণীর পা।
একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেতে আসে। স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়।