ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মৃত্যু স্বাভাবিক হয়নি বলে দাবি প্রথম স্ত্রীর

দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়রের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
🕐 ৭:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়রের মরদেহ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহনেওয়াজ শাহানশাহ এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (২৬ আগস্ট) সকালে তার নিজবাড়ি চরভবসুর ঠোটাপাড়া থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই হারুন রশীদ জানান, সাবেক মেয়র শাহনেওয়াজ শাহানশাহ’র মৃত্যুর খবর পেয়ে পুলিশ তার মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে এবং মৃত্যুর কারণ নিশ্চিত হতে মৃতদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবেক মেয়র শাহনেওয়াজ শাহানশাহ এর প্রথম স্ত্রী মোছাঃ কাকলী আক্তারসহ স্বজনদের দাবি, তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে দাবি স্বজনদের।

৪৫ বছর বয়সী সাবেক জনপ্রিয় মেয়র শাহনেওয়াজ শাহানশাহ’র অকাল মৃত্যুতে দেওয়ানগঞ্জ পৌর এলাকায় শোকের ছায়া নেমেছে।

 
Electronic Paper