ঢাকা, শুক্রবার, ২ জুন ২০২৩ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গৌরীপুরে ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত

গৌরীপুর প্রতিনিধি
🕐 ৫:৩৭ অপরাহ্ণ, মার্চ ০৬, ২০২৩

গৌরীপুরে ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির এমআইএস চলাকালীন সময়ে ভোক্তাদের কাছে অর্থ দাবির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত চিঠিতে ৯ ফেব্রুয়ারি (স্নারক নং৪৬.০০.০০০০.০১৭.২৭.০০৩.২১.৯৩) সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ধারা ৩৪ (১) অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদ সদস্যকে স্বীয় পদ হতে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন জানান, ইউপি সদস্যের সাময়িক বরখাস্তের চিটি হাতে পেয়েছি।

 
Electronic Paper