ঢাকা, শনিবার, ১ এপ্রিল ২০২৩ | ১৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নালিতাবাড়ীতে অটোচাপায় আহত শিশুর মৃত্যু

মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী
🕐 ২:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩

নালিতাবাড়ীতে অটোচাপায় আহত শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে অটোচাপায় নাফিস মাহমুদ নিহাদ নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৩ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার সোহাগপুর গ্রামে এ দুর্ঘটনার তিন দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। নিহাদ ওই গ্রামের আকাব্বর হোসেনের তিন সন্তানের সর্বকনিষ্ঠ ছেলে।

পারিবারিক সূত্র জানায়, বিকেলে নিহাদ খেলাচ্ছলে বাড়ির সামনে আকস্মিক দৌড়ে চলে আসে। একই সময়ে বাড়ির সামনের রাস্তা দিয়ে আসা ব্যাটারিচালিত অটোবাইকের চাকার সাথে আঘাত পেয়ে নিচে পড়ে যায়। পরে স্বজনেরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। এখানে পরীক্ষা-নীরিক্ষার পর বিশেষ কোন আঘাত পরিলক্ষিত না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার সে বমি করে এবং অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার নিহাদের মৃত্যু হয়।

 
Electronic Paper