এতিমখানায় নেই এতিম শিশু, বরাদ্দের কোটি টাকা লোপাট
অনলাইন ডেস্ক
🕐 ১০:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩

এতিমখানায় এতিম নেই। তবুও বরাদ্দ পাচ্ছে কিছু এতিমখানা। শেরপুর জেলায় বছরের পর বছর এতিমের নামে সরকারি টাকা এভাবে লুটে নেয়ার অভিযোগ অনেক। এ নিয়ে অভিযোগ করে কোনো লাভ হয়নি। প্রভাবশালীদের ছত্রছায়ায় দিনের পর দিন এতিমের টাকা লুট হলেও যেন দেখার কেউ নেই। শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার আলহাজ্ব তছর উদ্দিনও সখিনা এতিম খানা কুরুয়া । এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ্ ৫ বছর যাবৎ বন্ধ থাকলেও ২০২১-২০২২ অর্থ্ বছরের বেসরকারী এতিম খানার এতিম শিশুদের জন্য ২য় কিস্তি (জানুয়ারী ২০২২ হতে জুন ২০২২ পযর্ন্ত) ৫ বছরে দশ লাখ টাকা অর্থ্ বরাদ্ধ পায় কি ভাবে ।
আলহাজ্ব তছর উদ্দিনও সখিনা এতিম খানার প্রধান মোঃ আবু সামা ৬০ তিনি নিজেই বলেন জানুয়ারী ২০২২ হতে জুন ২০২২ পযর্ন্ত সর্ব্ শেষ ১ লাখ ৪৪ হাজার টাকা পযর্ন্ত আমি নিজে গ্রহন করেছি।
আলহাজ্ব তছর উদ্দিনও সখিনা এতিম খানার প্রধান মোঃ আবু সামা (৬০) তিনি নিজেইবলেন গত ১০ বছর যাবৎ এতিম খানাটি সমাজসেবার মাধ্যমে সরকারি অনুদান প্রাপ্ত হয়।
এদিকে এলাকাবাসী অভিযোগ সমাজসেবা কয়েক দফা সরেজমিন পরিদর্শন করে এতিমখানার নানা অব্যবস্থা চোখে পড়ার পরও কোন ব্যবস্থা গ্রহন করেননি। বেশিরভাগ সময়ে এতিমখানাটি বন্ধ থাকে। এখানে একটি ভাঙ্গাচোরা টিনশেড ভবন থাকলেও সেখানে এতিমদের থাকার কোনো পরিবেশ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে,গত ৫বছর যাবৎ আলহাজ্ব তছর উদ্দিনও সখিনা এতিম খানাটি সম্পূর্ন্ রুপে বন্ধ থাকার পরও ২০২১-২০২২ অর্থবছর পযর্ন্ত প্রায় দশ লক্ষ টাকা সমাজসেবা অফিসারের প্রতিবেদনের উপর ভিওি করেই এতিমদের নামে ভূয়া বিল ভাউচোর নিয়ে বরাদ্ধ দিয়েছেন কিভাবে ।
এ বিষয়ে শ্রীবর্দী উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামানের সাথে বার বার যোগাযোগ করে না পেয়ে, অবশেষে ফোনে কথা হয়। তিনি বলেন আমি ঢাকায় অধিদপ্তরে প্রশিক্ষনে রয়েছি । পরে আপনার সাথে কথা বলবো বলে ফোন রেখে দেন ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
