ঢাকা, শনিবার, ১ এপ্রিল ২০২৩ | ১৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৮ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ভালুকা প্রতিনিধি
🕐 ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩

৮ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ময়মনসিংহের ভালুকায় ৮ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে বরই দেয়ার কথা বলে দরজা আটকিয়ে ঘরের ভেতরে ধর্ষণ করেন মোঃ সাগর (১৯) নামে এক বখাটে যুবক।

উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ুইতলী এলাকায় সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। ধর্ষক সাগর কড়ুইতলী এলাকার রিপন মিয়ার ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ুইতলী এলাকার রিপন মিয়ার ছেলে সাগর প্রতিবেশী পিতৃহারা ঐ ছাত্রীকে বরই গাছ তলা থেকে বরই দেয়ার কথা বলে ঘরে নিয়ে বলপূর্বক ধর্ষন করে। ঘটনার সময় মেয়েটির মা স্থানীয় কটন মিলে ডিউটিরত ছিল। রাতে ডিউটি থেকে ফিরলে শিশুটি তার মায়ের কাছে সব ঘটনা খুলে বললে মেয়েটির মা ৯৯৯ কল করলে পুলিশ এসে সাগরকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, মামলা হয়েছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 
Electronic Paper