ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নালিতাবাড়ীতে ৬ ব্যবসায়ীকে জরিমানা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
🕐 ৭:৩০ অপরাহ্ণ, মে ২৩, ২০২২

নালিতাবাড়ীতে ৬ ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে ভোক্তা পর্যায়ে নিরাপদ মাংস বাজারজাতকরণের লক্ষ্যে স্থানীয় দুটি মাংসের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে শহরের আড়াইআনী (ব্রীজ সংলগ্ন) মাংসের বাজারে এবং দক্ষিণ বাজার মাংসের বাজারে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৬ মাংস ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আবু সাঈমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বলেন, ভোক্তাসাধারনের নিরাপদ মাংস সরবরাহে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 
Electronic Paper