ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনার সময় কোন গণমাধ্যমকর্মীকে চাকরীচ্যুত নয়

তোফাজ্জল হোসেন
🕐 ৪:৩৫ অপরাহ্ণ, জুন ০৮, ২০২০

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের সময় কোন গণমাধ্যমকর্মীকে চাকরীচ্যুত কিংবা বেতন না আটকানোর জন্য গণমাধ্যম মালিকদের অনুরোধ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এই ক্রান্তিকালে যে সমস্ত গণমাধ্যমকর্মী আর্থিক অসুবিধার রয়েছেন তাদের অনুদানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যা আগামী সপ্তাহ থেকে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

এ সময় ৭ এপ্রিল পালন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যারা সাত এপ্রিলে বঙ্গবন্ধুর দেয়া ছয় দফা দাবি ঐতিহাসিক এই সময় পালন করে না তারা ইতিহাসকে অস্বীকার করে। ইতিহাসকে বিএনপি অস্বীকার করে এই দিনটিকে পালন যেমন করেনি তেমনি তারাও একদিন আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলেও অভিমত দেন তথ্যমন্ত্রী।

 
Electronic Paper