ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিজেএসসির নেতৃত্বে হীরক-ফাহিম

হাসান ওয়ালী
🕐 ৬:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯

সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল-বিজেএসসির নতুন নেতৃত্বে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী গাজী মোহাম্মদ হীরক ও ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জাবিদ হাসান ফাহিম।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিজেএসসির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক নতুন কমিটি ঘোষণা করেন।

আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ (২০১৯-২০২০) এর আংশিক এ কমিটির অনুমোদন দেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ। ২১সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী সংসদ গঠন করতে বলা হয়েছে।

কমিটির অন্যরা হলেন সহ সভাপতি মারুফ হাসান ত্বোহা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মো. মুশফিকুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; এম এম মুজাহিদ উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; রিজভী আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি হৃদয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; মো. সাইফুলইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; বিকাশ মল্লিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; তেহসিন আশরাফ প্রত্যয়, খুলনাবিশ্ববিদ্যালয়।

সাংগঠনিক সম্পাদক সাজ্জাত বাশার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়; আমিনুর রহমান হৃদয়, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ; অর্পণ সরকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; মোহাম্মদ মোদাচ্ছির হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; আহাদুল ইসলাম অরিক, বরিশাল বিশ্ববিদ্যালয়; আতিকুর রহমান মওদুদ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

দপ্তর সম্পাদক হাসান ওয়ালী, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ; প্রচার সম্পাদক হেদায়েতুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়; প্রকাশনা সম্পাদক তাওসিফ আবদুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; আইটি সম্পাদক কাওছার আহমেদ রোহান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ; সমাজ সেবা সম্পাদক মো. মাহতাব হোসেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

২০১৫ সালের ১৩ নভেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল(বিজেএসসি)। 'একতাই বল, যোগাযোগই সম্বল' এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন গঠনমূলক কাজ করে যাচ্ছে।বিজেএসসি’র আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ফার্স্ট এবং সেকেন্ড ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্টস ফেস্ট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, গ্রীণ ইউনিভার্সিটিতে বিজেএসসি শাখা সংসদের কার্যক্রম রয়েছে।

 
Electronic Paper