ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাদিম হত্যার প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন

মাহফুজুল আলম খোকন
🕐 ৪:৩৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩

নাদিম হত্যার প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন

জামালপুরে বাংলা নিউজ ও ৭১ টিভির প্রতিবেদক গোলাম রব্বানি নাদিমকে নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে ঢাকা ১৮ আসনের সর্ববৃহৎ সাংবাদিকদের সংগঠন উত্তরা প্রেসক্লাব।

 

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদার।

সভাপতির বক্তব্যে সাংবাদিক নেতা বদরুল আলম বলেন, আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে নয়তো এ সমাজ অন্ধকারে দিকে ধাবিত হবে।

এসময় তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি মুক্ত সাংবাদিকতার সুযোগ দিন নয়তো সাংবাদিকতা নিষিদ্ধ করুন। নির্যাতন, গুম খুন ও হয়রানি করে সাংবাদিকদের দাবিয়ে রাখা যাবে না, তেমনি এই সমাজ ব্যবস্থারও পরিবর্তন করা যাবে না। অতি দ্রুত সময়ের মধ্যে সাগর-রুনী থেকে গোলাম রব্বানি নাদিম পর্যন্ত সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার করুন। নয়তো আমরা নিজেদের অস্তিত্ব রক্ষায় ও মুক্ত সাংবাদিকতার আন্দোলনের ডাক দিবো বলে হুশিয়ারি দেন এই সাংবাদিক নেতা।

আজ শনিবার (১৭ জুন) সকাল ১১ টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা পূর্ব থানার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সভায় বৃহত্তর উত্তরা তথা ঢাকা ১৮ আসনের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক নেতারা গণমাধ্যমের প্রতিবন্ধকতা বিষয়ে আলোচনা করেন।

মানববন্ধনে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আরিফুর রহমান খান রাসেল, মো. রফিকুল ইসলাম ও দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হেসেন, দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাপ্তাহিক ভিন্নমাত্রার সম্পাদক মো. মাসুম বিল্লাহসহ সংগঠনের সকল নেতৃবৃন্দসহ শতাধিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 
Electronic Paper