সাংবাদিক রাজীব আল আরাফাতের মায়ের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

আজকের পত্রিকার প্রতিনিধি রাজীব আল আরাফাতের মা রাবেয়া বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯ টায় রাজধানী উত্তরার আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
মরহুমা রাবেয়া বেগম গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক এলাকার মো. আব্দুল কুদ্দুস মিয়ার সহধর্মিণী। তিনি মৃত্যুকালে স্বামী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বিকালে মরহুমার জানাজার নামাজ শেষে কালিয়াকৈরের ফুলবাড়িয়াতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে আত্মীয়-স্বজন ও স্থানীয় মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
মায়ের আত্মার মাগফিরাত কামনায় সাংবাদিক রাজীব আল আরাফাত সবার নিকট দোয়া চেয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
