ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নব ভাবনার চিঠি সংখ্যা নস্টালজিয়ার আধার

আবু আফজাল সালেহ
🕐 ২:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২

নব ভাবনার চিঠি সংখ্যা নস্টালজিয়ার আধার

‘শঙ্খমালা, জানি এ চিঠি তুমি পড়বে না...।
উড়োচিঠি, নূরুজ্জামান হালিম। পঙ্ক্তিটি দিয়ে সামান্য আলোচনা শুরু করি। আব্দুল্লাহ-আল-অলিদ’র দক্ষ সম্পাদনায় চিঠি নিয়ে প্রায় পূর্ণাঙ্গ রূপ পেয়েছে এ ম্যাগাজিনের মাধ্যমে। যদিও পূর্ণাঙ্গ আলোচনা বলতে কিছুই নেই। সব আলোচনায় অপূর্ণাঙ্গ। একটি ম্যাগাজিনের মান যে ‘কত ভালো হতে পারে’ তার অন্যতম উদাহরণ ‘নব ভাবনা’র চিঠি সংখ্যা ১৪২৮ সংখ্যাটি। চিঠির প্রকারের মধ্যে প্রেম যেমন থাকে তেমনই বেদনা-হতাশা বা আক্ষেপের চিঠিও হতে পারে।

রোমান্টিসিজম যেমন চিঠির অনুষঙ্গ হতে পারে, কারও জন্য বুকফাটা কারণও হতে পারে। ‘বিখ্যাতদের চিঠি’ দলিল হিসেবে জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত সেতুবন্ধনের কাজ করে। উল্লিখিত সব উপাদানের আবেশ বা আবহ চলতি সংখ্যায় রয়েছে। চিঠি নিয়ে প্রবন্ধ, গল্প, গুচ্ছকবিতা, কবিতা, শতপদী কবিতা, বই আলোচনা, রঙতুলি, স্মৃতিচারণ, চলচ্চিত্র, গবেষণা প্রবন্ধ, ধারাবাহিক উপন্যাস, যাপিত জীবন, সাক্ষাৎকার, সংগীত, পাঠ অনুভূতি, নাটক, ধর্ম, ফিচার, কবি-সাহিত্যিকের চিঠির সূত্র- কী নেই এতে! সংক্ষিপ্ত চিঠিকে বলা হয় চিরকুট, খোলা চিঠি, এক জীবনে যত চিঠি লিখেছি, চিঠি : আদি সাহিত্যের নৈবেদ্য, মেমসাহেব সবিনয় নিবেদন, বুকল্যান্ড লাইব্রেরি : ডাকটিকিটের অনন্য সম্ভার, প্রাপকবিহীন চিঠি, কার্ডে এখন কেউ লেখে না ইত্যাদি বাক্য, শিরোনাম বা অংশবিশেষ বলে দিচ্ছে এ ম্যাগাজিনের গভীরতা। ড. আ. ই. ম. এহছানুল মালিকীর ‘ভারতবর্ষের প্রাচীন ডাক সেবা’, রফিকুল হক আকন্দের ‘পত্রালাপের ইতিহাস’, শফিক হাসানের ‘পর সমাচার এই যে...’, মোরশেদুল আলমের ‘চিঠিপত্রে রবীন্দ্র-মানস : ছিন্নপত্রের আলোকে’ ইত্যাদি লেখাগুলো আমাদের জানা ও অনুধাবনের পরিধিকে বাড়িয়ে দিতে বাধ্য।

২৫২ পৃষ্ঠার সম্পূর্ণ রঙিন ম্যাগটি পড়ে পাঠক ঠকবেন তো না, বরং অনেক অজানা তথ্য পাবেন। আমরা চিঠি নিয়ে অনেক কিছুই জানতে চাই। উৎসুক মনের অনেক খোরাক পাওয়া যাবে এ সংখ্যায়। এত কিছুর পরেও দাম রাখা হয়েছে পাঠকের নাগালের মধ্যেই- ১৮০ টাকা।

এ সংখ্যার কবি তাসনিম সুলতানার ‘ভালো আছি, মিথ্যে নয়’ শিরোনামীয় শতপদী কবিতার শেষ দু’ছত্র দিয়েই শেষ করি- ‘তোমার কিছু স্পর্শে ভালো আছি/ স্মৃতিগুলো নিয়ে ভালো আছি’।

 
Electronic Paper