বনায়ন
হাফিজ উদ্দীন আহমদ
🕐 ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ০৭, ২০২২

হিংসায় পোড়াতে চাও পোড়াও পোড়াও
যত পারো দু’চোখে জ্বালাও আগুন
দিনরাত চেষ্টায় পারবে না দেখো
আমাকে নিঃশেষ করে দিতে প্রিয়
ছাই হয়ে থাকব না খড়ের গাদায়
তপ্ত শিখায়
বরং রেটিনা তোমার
বিভীষণ খাক হয়ে যাবে একদিন
পোড়াতে এসে তুমি পুড়বে নিজে
তার চেয়ে চারণভূমিতে চলে আসো
হাত দিয়ে ছুঁয়ে দেখো ঘাসের শরীর
হিংসার তটরেখা থেকে দূরে সরে
সবুজ বৃক্ষ বুনো বক্ষে তোমার
বুকের গহীনে তুমি করো বনায়ন
ভেজাও নদীর জলে দুই উপকূল
নরম স্রোতের মাঝে পা ডুবিয়ে
মনের অসুস্থতা ধুয়ে ফেলো আজ
সমতল ভূমি পাবে করো তাতে বাস
আকাশজুড়ে রবে জ্যোৎস্নার চাঁদ
আলোর কণায় করো ভালোবাসা চাষ।
