একান্ত ভাবনা
নাজমুল হাসান
🕐 ১১:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২১

এমনটা হতেই পারত
আমি আর তুমি
নিরন্তর ভালোবাসাবাসি
হতেই পারত
আমরা দুজন প্রেমিক যুগল
আর ঘর বাঁধার স্বপ্নে বিভোর
হাতে হাত রাখার জন্য ব্যাকুল
চোখে চোখ রাখার জন্য
মদমত্ত ভোর, আর নির্জন সন্ধ্যা
হতেই পারত দুজন দুজনার
হতে পারত এই বনলতার শহরে
আমিই তোমার জীবনানন্দ
পরম মমতা জড়ানো কাছের মানুষ
এই যে এখন যেমন না দেখলে
দম বন্ধ বন্ধ লাগে
হতে পারত, তুমিই আমার নিঃশ^াস
তোমার কোঁকড়ানো চুল
হতেই পারত
আমার স্বপ্নের ডালপালা
কিন্তু কেন যেন
কিছুই হলো না
আবার অনেক কিছুই হলো
এ বিভাগের অন্যান্য সংবাদ
