কন্যা ব-দ্বীপ
আবু সাঈদ
🕐 ১১:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২১

দোয়েল গেছে টানের বাড়ি
পরেশ বাবু চোখা রাগায়,
কাঁটাতারের কাঁটার খোঁচায়
দোয়েল পাখির শিস ফুরায়!
মাগো তোমার জল নামে না
চোখের কোণে ফারাক্কায়,
বাঁধ বাঁধিলে জাত ছাঁটিলে
কন্যা ব-দ্বীপ ছটফটায়!
বুকের দুধের নাইরে
মায়ে স্তনের দুধ ছাড়ায়,
কাঁদাকাঁদি দুই পাড়েতে
মা পাবনী আড়াল যায়!
হিমালয় মা যাচ্ছে সরে
কালিদাস আজ বিচার চায়,
দুই চরণ বাইন্ধা মায়ের
কোন পাগলে দুগ্ধ খায়!
এ বিভাগের অন্যান্য সংবাদ
