ঠিকানা বদলে দিয়েছে
মালেক মাহমুদ
🕐 ১১:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২১

অদলবদল খেলায় বদলে দিয়েছে
বদলপুরের ডুবা ও চরাতট
ঝরনা ও বন্যার জলরাশি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা কাহিনি
অঙ্গ থেকে একটি ফুলের জীবনকাহিনি বলতে চেয়েছিলাম।
যে ফুলের আত্মজীবন তুলে আনতে চেয়েছিলাম লোকমুখের ডগায়
সে সাহস আমার নাই
উত্থালপাতাল ঢেউ সঙ্গী বিচ্ছিন্ন ভাসমান রেখাপথে বিচ্ছিন্নতায় নবজাগরণ
তবুও যেন না বলে পারছি না।
তখনো সে ফুল হয়ে ফোটেনি
জলেভাসান সবুজরেখা মাত্র
ভাসমান জীবনের সঙ্গে লড়াই করে চলছে
কখন যেন জলহীন তাপে তার সমবয়সী বন্ধু
জীবন হারিয়েছে
কাদাজলে জীর্ণশীর্ণ জীবনে বেঁচেছিল বিচ্ছিন্ন দ্বীপের ফুলকচুরি
এই নাম তার ছিল না, তার নাম ছিল কচুরিপানা।
বর্ষাজলে ভাসমান জীবন
পাহাড়ি জলরেখা তাকে ভাসিয়ে দিয়েছে
জলস্রোত তাকে কোথায় থেকে কোথায় নিয়ে এসেছে
ভাসমান জীবনে সঙ্গী হারানো গল্পের মতো
শান্ত, ডুবাজলে ঠাঁই যখন মিলল
তখনি, নতুনদের সঙ্গে মিলেমিশে ফুল হয়ে
ফুটতে চাইল, ঠিকানা বদলের এই খেলায়
ঠিকানা বদলে দিয়েছে, বদলে দিয়েছে নাম
এখানেই শেষ নয়, বর্ষা এলেই হয়ে যায় সঙ্গীহীন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
