ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিরহ

পৃথ্বীশ চক্রবর্ত্তী
🕐 ১২:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২১

বিরহ

এপ্রিল মাস
বসন্তের দখিনা বাতাস
হঠাৎ এসে উড়ে দিয়েছিল তার নীলরঙা শাড়ির আঁচল।

উড়েছিল তার এলোমেলো চুল
ঝরেছিল গাছ থেকে হলদেটে লালাভ শিমুল
ছিল না সেখানে কিন্তু শহরের কোনো কোলাহল।

দুজন দুজনকেই ঘিরে
বসেছিলাম সুরমার তীরে
শিমুলের তলে
যাচ্ছিল প্রণয় সময় মধুরতম কথা বলে বলে।
বুঝতে পারিনি, কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা এসেছিল একদম কাছে
আমি ও সে ছাড়া কেউই ছিল না, আনাচে-কানাচে।
দেখেছিলাম সূর্যাস্ত! সাধ ছিল একদিন তাকে নিয়ে সুরমায় সূর্যোদয়ও দেখার
গোধূলি সূর্যের রঙ দিয়ে সে তো এঁকেছিল সিঁথে সিঁদুর রেখার।

চলে যায় ফাগুন সময়
আমি আজ রিক্ত-নিঃস্ব-ক্ষয়
গাছে আছে ফুল, কালো বিলে জল টলোমল।

আজও এপ্রিল মাস
ফেলি দীর্ঘ দীর্ঘ শ্বাস
চোখ কোণে ঝরে যেন মৃদু নোনা জল।

 
Electronic Paper