ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাত ও নগর

শফিক ইমতিয়াজ
🕐 ১২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২১

রাত ও নগর

রাত যত গাঢ় হয়, সংসার মানুষকে ঘরে টানে
রাতচরা মানুষের এটি সুবর্ণ সুযোগ
তাই বিজনপ্রায় শহুরে পথে অভ্যাসবশে বেরিয়ে পড়ি।

কিছু চায়ের দোকানে রাতে ধুম বিক্রি, এ সময়ের চা শ্রেষ্ঠ
কাপ হাতে ফুটপাতে বসেই পোড়ো এ নগরটিকে উচ্চস্বরে নাম ধরে ডাকি;
চেনা বেড়ালের মতো নগর নীরব পায়ে মিয়োঁ মিয়োঁ শব্দে কাছে এসে বসে
পিরিচে অল্প চা ওকে দিই
শিকার ধরার তীক্ষনখ লুকিয়ে সে এবার
চুকচুক চুকচুক চা খায় তৃষ্ণার্ত জিভে
যেন কেউ কখনো দেয়নি ওকে চিলতে স্নেহ
কেউ দেখতে চায়নি ওর কান্নার বরফকণা, পর্যুদস্ত চোখ, হৃদয়ের দাহ স্রোতে।

বাসায় ফিরব যেই
নগর তাকিয়ে বলে- কাল আসছ তো?

 
Electronic Paper