ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্মৃতির পালক

শারমিন সুলতানা রীনা
🕐 ১২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২১

স্মৃতির পালক

নিস্তব্ধ রাতের অন্ধকারে
ভেসে আসে কুহকের ডাক
আমি তাকে ছুঁতে চাই হাত বাড়িয়ে
নক্ষত্রের পালক ভরা করতলে

মুঠো মুঠো পালক হাতে নিয়ে
ফিরে যাই
সমুদ্রের লবণাক্ত ঢেউয়ের দোলায়
ঢেউ দেখার ছলে নাফ নদীতে
দেখেছিলাম
ধবধবে সাদা অচেনা পাখির
এলোমেলো ওড়াওড়ি
চার পাশের অনাবিল সুন্দরের
মোহনীয় রূপ ধারণ করেছিলাম
তোমার উচ্ছলতায়

একাগ্রতায় দেখেছিলাম
আগুনরাঙা রোদের ঢেউ খেলানো জল
আজও সে ঢেউয়ে ভেসে আসে
অমলিন মুহূর্তের স্মৃতি

এখন সমুদ্র আমাকে ডাকে না
কেবলই তোমার কবর থেকে
শুনতে পাই আকুতিময় কণ্ঠ

আমাকে খুঁজে খুঁজে ক্লান্ত তুমি

তোমার ক্লান্তিময় দুটি চোখ
আমার দিকেই ধাবিত...

 
Electronic Paper