ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডিএনএ

আহাদ আদনান
🕐 ৩:১১ অপরাহ্ণ, অক্টোবর ০১, ২০২১

ডিএনএ

পুড়ে গেছ
অচেনা স্বদেশ,
উদ্ধার হতে হতে অঙ্গার?
ছাই হয়ে উড়ে গেছ
দমবন্ধ রাজপথে,
দুর্নীতির নোংরা ভাগাড়ে?

তালিকায় আছ নাকি,
অভাগা স্বদেশ,
ক্ষতিপূরণের উৎসব হবে,
স্বজন দুর্জন আছে বাকি?
মিডিয়ার নগ্ন নগ্ন লেন্সগুলো,
বসে আছে অপেক্ষায়,
তোমাকে, তোমার লাশ চিনবে কী করে,
ছাই জড়ো করে মূর্ত করে
কে আছে এমন ভাস্কর?
ডিএনএ আছে তোমার,
কার্বন নাইট্রোজেনের হুড়োহুড়ি,
মিল করে খুঁজে নেব আত্মজা তোমার?
কেও একজন আছ নাকি
দুঃখিনী স্বদেশের,
মাতৃভূমির ব্লু-প্রিন্ট খোদাই জিনে,
লাল সবুজের ক্রোমোজোম?
নাকি আজ চারদিকে
ঝাঁকে ঝাঁকে বাঙালির বেশে
আকণ্ঠ দুর্নীতিগ্রস্থ
জারজের দল!

 
Electronic Paper