ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিষণ্ণ বেলা

সালমা মারুফা নীলা
🕐 ৩:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১

বিষণ্ণ বেলা

বিষণ্ণ বেলা, একাকী একলা
ঘন অরণ্যের নিবিড় ছায়া
যতদূর যায় চোখ মেঘে ঢাকা
আকাশের সীমানা

ব্যর্থতার বার্তা মাখা পুবাল হাওয়া
গর্জন মুখরিত সমুদ্রের ঢেউয়ের তরঙ্গমালা
হাসনাহেনা, কনকচাঁপার ঘ্রাণে
মনে পড়িয়ে দেয় শুধু
অতীতের স্মৃতির মায়া

এত নিশ্চুপ নিস্তব্ধতার মাঝে
এসব কেবল
হতাশা আর ক্লান্তি ভেসে আসা
কেন এত বিষাদমাখা!
চতুর্দিকের আবহাওয়া?

আর ভালো লাগে না বেঁচে থাকার কামনা
এ হৃদয়ে আর জাগে না,
ইচ্ছে হয় চলে যাই কোন দূর অজানা
আমার এ জীবনে সকল স্বপ্ন আশা-ভালোবাসা
হয়ে গেছে বহু পুরনো
প্রাপ্তির চিলেকোঠায় অপ্রাপ্তিরই পূর্ণতা
জীবনের ইতিহাসের নম্বরের স্থানগুলোয়
শুধুই শূন্যতা।

 

 
Electronic Paper