ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঝড়

শাহরিয়ার কাসেম
🕐 ৩:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১

ঝড়

মেয়েটা নতুন ঠিকানা খোঁজ করতে ঘর ছাড়ল। সকাল দশটায় কাক্সিক্ষত সেই জায়গায় দুইজন মিলিত হলো। হাতে হাত রেখে উদ্দেশ্যহীন ছুটে চলল। দুপুর শেষে বিকেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। তারা কোথায় যাবে আর কোথায় গিয়ে থামবে হয়তো কেউই জানে না। রাস্তায় নিয়ন আলোতে হাঁটছে আর নতুন সংসার পাতার চিন্তা করছে মেয়েটা। রাত বাড়ছে; সঙ্গে ঝিঁঝিঁ পোকার শব্দও।

সুনসান রাস্তায় ভয়হীন দু’জোড়া চোখ একটু আশ্রয়ের খোঁজ করছে। পাশে এক পরিত্যক্ত কারখানায় মাথা গুঁজল তারা। রাত দীর্ঘ হতেই একটা ঝড় বইয়ে গেল শহরে। এই ঝড়ে অনেক কিছুই আগের মতো নেই। ভেঙে গেছে অনেক মানুষের স্বপ্নও। সকাল হলো। সেই পরিত্যক্ত কারখানায় পুলিশ।

একটা ছিন্ন-বিচ্ছিন্ন লাশ পড়ে আছে। বোধহয় স্বপ্নের শেষ ঠিকানা লাশ কাটা ঘরে। মেয়েটার বর্ণনা এভাবেই দেওয়া- বয়স ছাব্বিশ, পরনে সাদা ফ্রক। একজোড়া স্যান্ডেল। বাম বুকের নিচে একটা তিল। হয়তো এই মেয়েটার আরেকটা আদুরে নাম ছিল।

 
Electronic Paper