ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আমার অন্তর পুড়ে গেলে

হাসান নাজমুল
🕐 ৩:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১

আমার অন্তর পুড়ে গেলে

আমার অন্তর পুড়ে গেলে
দুয়ারে তোমার টেনে আনো শীতলতা,
আমার কান্নার দিনে
পরিধান করো হাসির পোশাক;
অভাবের উঠোনে দেখলে
তুমুল উচ্ছ্বাসে
জোয়ারের জলের মতন ফুলে-ফেঁপে ওঠো তুমি

বিরহের ভোরে
গোরের ঘনিষ্ঠ অন্ধকারে হারাতেই
মেতে ওঠো প্রণয়-আড্ডায়;
আমার ছায়া অদৃশ্য হতে না হতেই
শত সঙ্গীর ছায়ায়
শুরু করো অনিন্দ্য মিথুন,

হৃদয়ে পড়লে বৃষ্টি
নামাও রোদ্দুর সারাটা দুপুরজুড়ে,
আমার অন্তর পুড়ে গেলে
বরফের তীরে বসে কাটাও প্রহর।

 
Electronic Paper