ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রোদের সঙ্গে খুনসুটি

লতিফ জোয়ার্দার
🕐 ৩:৪২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১

রোদের সঙ্গে খুনসুটি

ঠিক এমনি কোনো এক চৈত্রের দুপুর। রোদের সঙ্গে খুনসুটি। ক্লান্ত সবুজ ঘাসের বহর থেকে দূরে। পাতা ঝরে পড়ার বেদনা নিয়ে দাঁড়িয়ে আছে মেহগনি বন। আর মাঠের পর মাঠজুড়ে, সেদিনও ধানখেতের মতো মুগ্ধ মায়ার ফাঁদে পড়বে কেউ কেউ। ঠিক এমনই কোনো এক মাতাল দিনে।

শুকনো মরা পাতার কাছে, আম, জাম, লিচু ফুলের কাছে। নতুন এক সম্ভাবনা হতে চেয়ে হতে না পারার ব্যর্থতার মতো। ভুল করে তাকাবে তুমি। যেন আমি সহসা পুকুর থেকে ডুব সাঁতার দিয়ে দাঁড়িয়ে আছি একা।

ঠিক এমনি কোনো চৈত্রের দুপুর। প্রিয় হাতঘড়ির মতো। দেওয়ালে ঝোলানো অক্ষরপত্রের মতো আমি। কোনো এক বিকেল হয়ে গেছি। অতঃপর সন্ধ্যার অন্ধকার। হয়তো আমি আজ কোনো এক রাত। হয়তো আমি আজও তোমাদের চোখের ভুল হয়ে বেঁচে আছি।

(উৎসর্গ : আক্তারুজ্জামান লেবু)

 
Electronic Paper