ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনা

শেখ মিরাজুল আলম
🕐 ৩:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১

করোনা

বিশ্বব্যাপী মহামারী করোনার উৎপাত
আক্রান্ত হচ্ছে সবাই। ছাড় নেই কোনো জাত।
ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাই পাচ্ছে ভয়
অসতর্ক লোকই আক্রান্ত বিশ্বময়।

হাঁচি, কাশি, জ্বর, গলাব্যথা শ্রেষ্ঠ আলামত
নিত্যদিনেই আক্রান্ত হাজার হাজার শত।
মৃত্যুহার কম হলেও করো না অবহেলা
আক্রান্তই বোঝে করোনার কী জ্বালা।

হাজার হাজার রোগী মরে বিশ্বে প্রতিদিন
তীব্রভাবে আক্রান্ত ব্যক্তির বাঁচার আশা ক্ষীণ।
করোনা জীবাণু বহুমুখী করে আচরণ
পরস্পরে সতর্ক থেকে রক্ষা করো জীবন।

বাইরের কাজে যাও যদি তুমি বাড়ি থেকে
সতর্ক হতে অবশ্যই মাস্ক রাখো সাথে।
সব ধরনের রোগ-জীবাণু অতি ক্ষতিকর
সুযোগ পেলেই দেহের ভিতর বাঁধে ঘর।

 
Electronic Paper