ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কিছু শেখালে

সাহিদা সাম্য লীনা
🕐 ২:১২ অপরাহ্ণ, মে ০৭, ২০২১

কিছু শেখালে

এই, কেমন আছ? বাসায় আছ!
হুম বাসায়-ই তো!
স্টে হোম, স্টে সেফ চলছে না!
তোমার বউ ভালো আছে?
করোনায় তোমাদের দুজনকে
খুব কাছে নিয়ে এসেছে তাই না?
তারপরও, কেন জানি মনে হচ্ছে
তুমি ভালো নেই।

সমস্ত পৃথিবীটা এখন লকডাউন!
তুমি আমি ঠিক দেখ এখন ঘরে।
পুরো পৃথিবীব্যাপী বাইরে
হতে ফিরেছে ঘরে।
অফিস শেষে ক্লান্ত হয়ে ফিরতে,
একটু চাইতে অবসর!
আর এখন সময়টা যাচ্ছেই না!
এত সময় ; লম্বা!
খুব বোর লাগছে তাই না?
এখন আমার কথা কি মনে পড়ছে?
খুব বিরক্ত করতাম তোমায়!
সময় অসময়ে!
আমি আহত না হতে
তোমার একবুক নীরবতা
না, কি আসলে মজা নিতে একা!
এইসব যখন পড়বে আর বলবে;
সত্যি তোমার পাগলামিটা
চাইছি এখন, একটা খুদে বার্তার
প্রত্যাশায় তোমার হতবিহ্বল হৃদয়!
আমি আমার কাছে কথা রেখেছি।
মানিয়ে নিয়েছি নিজেকে।
যত কষ্টই হোক!
করোনা কাছেও আনলে,
দূরেও নিলে।
কিছু শেখালেও এ জগতকে।

 
Electronic Paper