ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রমণীয় স্বপ্ন

শারমিন সুলতানা রীনা
🕐 ২:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

রমণীয় স্বপ্ন

লু হাওয়ায় উড়ে যায় রমণীয় স্বপ্ন
বসন্তে ফোটে না ফুল
দীর্ঘ প্রতিক্ষার পর অযাচিত ক্ষণে
অচেনা পথিক আসে
আঁকাবাঁকা পথ ধরে

বিষাদের মাঝে বেজে ওঠে তানপুরার সুর
একটি নীরব দিঘি দোলে টলমলে জলে

শুনশান নীরবতায় পথিক শোনায় তার নিজস্ব উপাখ্যান
রমণীর বুকজুড়ে নিভৃতে খেলা করে পুঞ্জিভূত নক্ষত্র
ধূসর মরুর বুকে জাগে উদ্যান
বৈশাখী ঝড়ে চোখজুড়ে
অনাবিল বসন্ত, ফোটে কামনার ফুল

দু’হাত বাড়াতেই পথিক গুটিয়ে নেয় নিজেকে
বিধিয়ে বিষাক্ত বান
শব্দহীন ধীর পায়ে ফিরে যায়
চারপাশে তার অগণিত হাতছানি

নির্বাক রমণী তাকিয়ে থাকে অপলক
বুকের ভিতর তার ভাদ্রের ঢেউ
অস্ফুট চিৎকারে আকাশ চৌচির

 
Electronic Paper