ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাতিঘর

আবদুল বাতেন
🕐 ২:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ০৯, ২০২১

বাতিঘর

উড়িয়ে দেবে দীঘল হেসে, শুনে-
তোমার সম্মোহনী স্বর ছিনতাই করেছে
আমার
বাস স্টপেজ, সাবওয়ে, অফিস ও বাসার ঠিকানা।

দূরে দিচ্ছে ঠেলে ঠেলে, অবজ্ঞায়
আমার দু’কান

ফোনের অ্যালার্ম, ডোরবেলের হিপ হপ
বিবিসি কিংবা সিএনএনের খবর।

প্রাগৈতিহাসিক যেন আজ
তুষারপাতে চিপস, চা আর মুভি দেখা।

কী ভেবে
সরিয়ে সরিয়ে দিচ্ছে আমার স্নায়ুর শহর
নাইটিঙ্গেলের স্নিগ্ধ সঙ্গীত
রোদের কবিতাবৃত্তি
গির্জার ঘণ্টাধ্বনি
শাশ্বত শ্লোক।

রাগ উথলে পড়বে জেনে?
প্রায় নিহত নাবিকের হঠাৎ পেয়ে যাওয়া
দারুচিনি দ্বীপের মতো
আমার
অবচেতন মনের কৃষ্ণগহবরে জেগে আছে
তোমার জাদুময় কণ্ঠস্বরের বাতিঘর।

 
Electronic Paper