ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইলেকশন মেশিনারি

সিদ্ধার্থ সিংহ
🕐 ২:০৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

ইলেকশন মেশিনারি

শুধু পরিবারের লোকরাই নন, গোটা পাড়া ভেঙে পড়ল এমএলএ-র বাড়ির সামনে- এক্ষুণি রাজুকে গ্রেফতার করতে হবে। আজ সক্কালবেলায় পাড়ার চায়ের দোকানে বাকিতে চা খেতে গিয়েছিল। মাঝে মাঝেই বাকিতে খেত। কিন্তু দাম চাইলেই বলত, দিয়ে দেব। বেশি তাগাদা করলে মেজাজ দেখাত। তাই চাওয়ালা আজ চা দিতে চাননি।? বলেছিলেন, আগের টাকা মেটা, তারপরে চা খাবি। 

এটা শুনে পাউরুটি কাটার বড় ছুরিটা ঝপ করে তুলেই সপাটে চালিয়ে দিয়েছে তার পেটে। তখন চা বানাচ্ছিল সেই চাওয়ালার ছেলে। বাবাকে বাঁচাতে ছুটে এসেছিল সে। তাকেও কুপিয়ে দিয়েছে বেশ কয়েকবার। কেউ কিছু বুঝে ওঠার আগেই দে ছুট। থানা কোনো ডায়েরি নিচ্ছে না। আপনি পুলিশকে বলুন ওকে এক্ষুণি অ্যারেস্ট করতে।

এমএলএ সব শুনলেন। তারপর ওদের সামনেই থানায় ফোন করলেন। ওসিকে বললেন, যেভাবে পারুন, যেখান থেকে পারুন, যত তাড়াতাড়ি সম্ভব ছেলেটাকে অ্যারেস্ট করুন। ওকে আমার চাই।

তারপর খুব নিচু গলায় ফিসফিস করে বললেন, সামান্য এক কাপ চায়ের দাম দেওয়া নিয়ে যে মানুষ খুন করতে পারে, এ রকম একটা রতœ আমার এলাকায় আছে আপনারা আমাকে আগে বলেননি কেন? সামনে ইলেকশন। ওকে আমার চাই।

 
Electronic Paper