ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্বাধীনতা

পৃথ্বীশ চক্রবর্ত্তী
🕐 ২:০১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

স্বাধীনতা

বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণেই তোমার আগমনী সংগীত বেজে উঠেছিল
আমরা ধরে নিয়েছিলাম তুমি আসবেই
এবং খুব শীঘ্রই 

কিন্তু, তোমার জন্যে আমাদের আরও অপেক্ষা করতে হলো নয় নয়টি মাস
দিতে হলো লক্ষ লক্ষ প্রাণ
কলসি কলসি রক্ত
মেনে নিতে হলো সম্ভ্রমহানির মতোন কত ঘটনা
পোড়া গেল ঘর-বাড়ি-ভিটে
বিনষ্ট হলো রাশি রাশি সম্পদ
নির্যাতন-নিপীড়ন সবই মেনে নিতে হলো

তুমি অবশেষে এসেছ দাহনকাল মাড়িয়ে
রক্তনদী পাড়ি দিয়ে
নতুন সূর্যের অভ্যুদয় ঘটিয়ে
চতুর্দিক আলোকিত করতে করতে
লাল-সবুজ নিশান টানিয়ে
‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’
গান গেয়ে গেয়ে...

 
Electronic Paper