ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শিকারি

হাসান নাজমুল
🕐 ১২:১৬ অপরাহ্ণ, মার্চ ০৫, ২০২১

শিকারি

দুটো ফেউ সন্ধ্যার ঢেউয়ে বাঁধছে বিজন ঘর
স্বতন্ত্র কথার কবিতার খোঁজে নেমে গেছে ঘাস
একঝাঁক শাদা পাখি বাতাসের পথে

কতক উড়ন্ত শব্দে বুনে যাচ্ছে স্বপ্নগৃহ,
আমার ব্যথার মতো
বেড়ে যাচ্ছে কুয়াশাগ্রন্থের পাতা;
আলপথ আলগোছে
গোপন গল্পসমগ্র পড়ে নিচ্ছে বারবার,
আমার কষ্টের প্রকাশের মতো
পিঁপড়েগুলোও স্বতঃস্ফূর্ত;
শিশিরের কোলে রাতের দুঃখগুলো
অবিরাম যাচ্ছে জমে;
ভূখ-ের অব্যক্ত কথার সাথে
কেবলই করছি শিকার এসব দুরন্ত দৃশ্য।

 

 
Electronic Paper