ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্মৃতিরা ফসিল

মাসুম হাসান খান
🕐 ১২:১৫ অপরাহ্ণ, মার্চ ০৫, ২০২১

স্মৃতিরা ফসিল

মহাকালের গর্ভে হারিয়ে যাব একদিন
তবু, কিছু পদচিহ্ন এঁকে যাই পৃথিবীর বুকে,
বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়ার আগে
দেহাবরণ জুড়ে মেখে নিই আলোকউষ্ণতা,

দু’চোখের রঙিন ফ্রেম হয়ে থাক
শিশির সিক্ত স্নিগ্ধ সোনালি ভোর
গাছেদের আল্পনা পৌরাণিক মেঠোপথ;
ভরাযৌবনা চাঁদের জোছনাপ্লাবন
আছড়ে পড়ুক সহস্র বছরের সমৃদ্ধ জনপদে
আমরা যুগল রাতজাগা পাখি হয়ে
কাটিয়ে দেব অগণন বিনিদ্র রাত,
মাটির আর্দ্রতায় ঢেকে থাকা
জীবনের ফসিল খুঁজে খুঁজে
আমরা না হয় হেঁটে যাব অজানা পথ;
অস্পৃশ্য অনুভব, এই ভালোবাসা, এই প্রেম
হৃদয়ে জন্ম নেওয়া অনন্ত আকাক্সক্ষা
মহাজাগতিক শূন্যতায় মিলিয়ে যাওয়ার আগে
যতদূর দৃষ্টি যায়, ছুঁয়ে ছুঁয়ে যাক
অবারিত নীলাকাশ, বরফনদী
পাহাড়ের আলিঙ্গনে মেঘেদের লুকোচুরি
অরণ্যের সবুজ আঁচল ঘিরে নীল সমুদ্দুর।

 
Electronic Paper