ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তাই না?

আবুল খায়ের সজীব
🕐 ১২:১৫ অপরাহ্ণ, মার্চ ০৫, ২০২১

তাই না?

কত কী যে কোথায় কোথায় লেগে কেটে যায়।
আঙুলের কোনা, হাতের তালু, কনুইয়ের কোনো একটা জায়গা।
টেবিলের গ্লাসে শক্ত করে হাতটা হয়তো রেখেছি-

কখন যে কেটে গেল বুঝতেই পারিনি;
শখ করে খালি পায়ে একটু দৌড়েছি
ঐ, যা হয় কোথাও একটা কেটে গেছে।
কেটে যে যায়, সাথে সাথে বুঝতে পারি না
তারপর যখন গোসলে যাই,
যখন পানি লাগে, সাবান লাগে
তখন কী যে জ্বলে!
বুঝতে পারি কেটে গেছে।
অথচ, কত রকম অবহেলায় তুমি আমাকে রোজ কাটো,
কত রকম তাচ্ছিল্যে আলতো করে নির্মম হাসো,
কত রকম মিথ্যে দিয়ে রাতের ঘুম কাড়ো,
কী আশ্চর্য! মনের সুতোটা আজও কাটল না।
কাটে কি? Ñনা বোধহয়
কাটলে কাটুক। তাতে কি?
মাঝে মাঝে ক্ষত বিক্ষত হলেও কোথাও একটা সুখ থাকে।
কেটে যাওয়ার সুখ!
তাই না?

 
Electronic Paper