ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আমিই

অমল সাহা
🕐 ১২:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১

আমিই

‘গোয়ের্নিকা’ আঁকার সময়
আমার ওপর দিয়ে কী ঝড় বয়ে গেছে
তা কেউ জানে না, মরমে মরেছি আমি
জানে অন্তর্যামী, ছিঁড়েখুঁড়ে দিয়ে গেছে ছুরি
বসেছিলাম বিদীর্ণ হৃদয় নিয়ে
ভূমধ্যসাগরের তীরে...

আবার জেগে উঠেছি দু’হাত তুলে
আমার সমস্ত সত্তায় বজ্র হুঙ্কারে
‘বলো বীর উন্নত মম শির-’

জয়দেবের পদাবলীতে রাধার নামে
আকুল হয়েছে আমার চোখ
কোকিলরা গান গেয়ে গেছে
অশ্রুজলে অধীর হয়েছে শোক

লিখে দিয়েছিলাম বহু যুগ আগে
‘এই কথাটি মনে রেখো-’
আজও রমনার বটমূলে, কার্জন হলের আঙিনায়
ঘুরে বেড়াই এক রবি ঠাকুর হয়ে
‘আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়Ñ’

অতন্দ্রিলা রাত জাগি ‘বৃহৎ হৃদয়’ লয়ে
লিখেছি ‘রাজা যায় রাজা আসে’
আমিই ব্যথাতুর আবুল হাসান
আমিই ছিলাম সন্ধ্যা বেলায় পিদিম জ্বালানো
কথক ঠাকুর, সিঁথানে ছিল মনসার ভাসান,

ক্ষুৎপীড়িতের মানিক হয়ে
প্রেয়সীকে বলেছি ‘পুতুল নাচের ইতিকথা’
অন্ন জোটেনি, তুরিয়ানন্দে হেঁটে গেছি
দেখেছি বিভোর হয়ে আলোকপথের সুবর্ণ রেখা!

অনাদি কালের অব্যয় আমি
জানি ইস্পিত নই কারও আমি
মাপ করবেন সভাজন, আত্মীয়স্বজন
ক্ষমা করো প্রিয়তমা!

 
Electronic Paper