হঠাৎ কোনো একদিন
আরিফ সাওন ২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

হঠাৎ কোনো একদিন;
কোনো এক চেনা পথে,
চিরচেনা তুমি-আমি;
যেন চির অচেনা!
যেন এই-ই প্রথম দেখা!
তুমি দৌড়ে এসে হামলে পড়বে বুকে,
আমিও জড়িয়ে নেব,
এ যেন পরম পাওয়া;
কত মান-অভিমান; আজ কিছুই নেই!
আদতে আমরা কেউই আর আসতে পারব না!
এক অদৃশ্য বাধা!
সামনে পা বাড়ানোর সুযোগ নেই।
দুটি মন মিললেও আজ আমাদের মিল হবে না।
দূরে দূরে দাঁড়িয়ে জলে ভিজবে নয়ন,
নয়ত অন্তরের অন্তস্থল...