ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বে-শরম বালিয়াড়ি

মৃধা আলাউদ্দিন
🕐 ২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

বে-শরম বালিয়াড়ি

ঢুলুঢুলু জলাত্যয়ে ভরা বে-শরম বালিয়াড়ি
টেডগুলো চারপাশে ছেলেখেলা করে মৌতাত;
ওগো চন্দ্রাবলি, প্রিয় আরমান! জোছনা আমার
ভালো নেই কামজলে ফুলগুলো সুগন্ধি নদীর
সেই কবে ডাহুকের ডাকের মতন ক্ষয়ে ক্ষয়ে
শেষ হয়ে গ্যাছে হৃদয়ের রক্ত, রুবাই আমার।

কোথায় হারিয়ে গ্যাছে একা জীবনের সব তাল

প্রেম নেই, প্রীতি নেই জেল্লতির জারে জারেজার
জ্যালক জিঞ্জিরে কাঁদে নির্বিষ নদীর চারপাশে?
পানিশূন্য খরাভরা ব্যথাতুর চিত্রল হরিণ।
মাটিতে আছড়েপড়া বৃষ্টিগুলো কাঁপাচ্ছে হৃদয়
কাঁপাচ্ছে আকাশ-মাটি-নারী, নদী-নরম শরীর
ব্যথাহত, কামনার অলিগলি পূরবী-পূর্ণিমা
কাঁপাচ্ছে বধূর বাজু? বৃষ্টিতে ব্যথায় তনুদেহ।

 
Electronic Paper