ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নির্ধারিত এপিটাফ

জারিফ এ আলম
🕐 ২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

নির্ধারিত এপিটাফ

দূরত্ব ঘোচাতে গিয়ে হারিয়ে ফেলা
বিলম্বিত প্রণয়ের উপাখ্যানে যখন
বেদনাই হয়ে ওঠে ব্যথার লিরিক
মগজে তখন অন্ধ মৌমাছির নৃত্য।

না পাওয়ার আক্ষেপে আজকাল

ধীরে ধীরে ক্ষয়ে যায় কতকিছু
ঘন আঁধারে তাই বিবর্ণ মুহূর্তবেলা।
পাশবিক স্মৃতির মেলায় বেজে ওঠে
বিউগলে; আদিম মন খারাপের সুর।
মুছে যায় আরও অনেক গোপন
দৃশ্যমান কফিনের শেষ পেরেকে।
কালো কালো অদৃশ্য হরফে তাই
লেখা হয় কথার বিরস সংলাপ-
নির্ধারিত আয়ু খোয়ানো মানুষের প্রতি
পৃথিবীর কোনো সমবেদনা নেই।

 
Electronic Paper