ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সারমর্মে মর্ম হাজির মরমে মন্দিরা

সাংবাদিক আহমেদ পিপুল’র প্রতি উৎসর্গীকৃত

জোবায়ের মিলন
🕐 ২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

সারমর্মে মর্ম হাজির মরমে মন্দিরা

কত রঙের মানুষ ভূগোল ভ্রমণে
কত গল্পের চরিত্র চৌদিকে চঞ্চল
দিনে রাতে তারা সব তাদের মতন
অহর্নিশ করছে খেলা সাজিয়ে আসর।

কারও নেত্র গলে পড়ছে রক্তিম আবির
কারও চোখ-জোড়া যেন পদ্মের রূপক;
নানা আয়োজন সঙ্গে বিয়োজন নিয়ে
ক্ষুদ্র-বৃহৎ অঙ্গনে প্রবল প্রমোদ, নৈঃশাব্দিক ছল-
কখনো সংবাদ শির, কখনো স্রোতস্বী ঢাল বেয়ে স্থির
তার মাঝে কাকে চিনি, কাকে জানি আর
পারস্পরিক বন্ধনে অচলায়তন! কালের নিরিখে লেখা।

প্রত্যুষ-উদয়-রশ্মি এখানে জ্বলে মাখিয়ে আলোক
সারমর্মে মর্ম হাজির মরমে মন্দিরা
সাদা-কালো-লাল-নীল বেগুনি প্রচ্ছদ
আঁকিয়ে এঁকেই চলছে আপন আদল, মিলিয়ে মিশিয়ে
কেউ নিচু, কেউ উঁচু কেউবা সরল
কেউবা দ্রাক্ষা রসে দিচ্ছে সে গরল!
রহস্য-রবি-রঙিন বিলিকাটে শত কল্প-অকল্পনা স্বর
হাতের আঙুল মতোই ধরণি বাসর।

 
Electronic Paper