ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আজন্ম যন্ত্রণা

অজয় কুমার রায়
🕐 ১:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

জন্মের সাথে যখন আমার দেখা হয়
তখন মনে হয় আমি কি মানুষ, না অন্যকিছু
চারদিকের এত চাওয়া পাওয়ার হাততালি
মনুষ্যবোধের কেউ ধার ধারে না
বিপ্লবের কথা বলে দালালিতে ডুবে থাকা
মানবতার কথা বলে নিজেকে বিকিয়ে দেওয়া
এ ব্যথা মেনে নেওয়ার নয়
এ যেন আজন্ম বয়ে বেড়ানো যন্ত্রণা

আজকাল মানুষ স্বপ্ন দেখা ভুলে গেছে
ভুলে গেছে জন্মের ইতিবৃত্তান্ত
ভুলে গেছে তার মৃত্যুর পদযাত্রা
এখন মানুষ স্বপ্ন দেখে জীবনের বিপরীতে
এখন মানুষ জীবন খোঁজে মদের ঝলকানিতে
এ ব্যথা মেনে নেওয়ার নয়
এ যেন আজন্ম বয়ে বেড়ানো যন্ত্রণা।

মানুষ এখন ঘুমাতে পারে না
শুধু ঘুমের পালা বদল করে যায়
চারপাশ যেভাবে বদলে যাচ্ছে
বদলে যাচ্ছে কবিতার চিত্রপট।

এখন কবি স্বপ্ন বোনে পদের বিলাসিতায়
এখন কবি কবিতা লেখে জীবনে কাছে না ফিরে
হয়তো ফিরতে পারে না তার দৃষ্টির লালসায়
নয়ত চাওয়া পাওয়ার রাজনীতিকের কামনায়।
এ ব্যথা মেনে নেওয়ার নয়
এ যেন আজন্ম বয়ে বেড়ানো যন্ত্রণা।

এখন কেউ জন্মের কাছে ফিরতে পারে না
অস্বীকার করতে পারে যেকোনো মুহূর্তেই
এসব মাথায় যখন দৌড়ঝাঁপ শুরু করে
তখন আমার মতো হয়তো গুটিকয়েক অনুজীব
ঘুমাতে পারে না, খেতে পারে না, হাঁটতেও পারে না
এ ব্যথা মেনে নেওয়ার নয়
এ যেন আজন্ম বয়ে বেড়ানো যন্ত্রণা।
এখন কথা বলা যায় না
কথা বললেই ফিরতে হয় নিশানার কামনায়
নয়ত বুড়িগঙ্গার দুর্গন্ধযুক্ত বিষাক্ত নীল বিষে
হয়তো সাম্প্রদায়িকতার করাল গ্রাসে
চারপাশের এত এত বিষাদময় জীবন ছুটে চলে
চুপচাপ, গতিহীন, মানুষহীন, ভীরুতার দলবল
হায় রে জীবন, হায় রে জন্ম আমার
নিজেকেই যখন চিনতে পারা যায় না
এ ব্যথা মেনে নেওয়ার নয়
এ যেন আজন্ম বয়ে বেড়ানো যন্ত্রণা।

 
Electronic Paper