ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাদা কাগজ

অমল সাহা
🕐 ৪:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০

গভীর রাত্রির ঝিমধরা নির্জনে
যখন জোনাকিরাও ঘুমিয়ে পড়ে চরাচরে
শুধু নিঃশব্দ কুয়াশা হাঁটে মাটির ওপর পা না ফেলে প্রেতাত্মার মতো-
তখন আমি সুপ্তি ভেঙে জেগে উঠি।

সংসার থেকে উঠিয়ে নিজেকে
সমাপ্তির হাতে সঁপে দেই
দেখি সেখানে কেউ নেই।
যে জীবন, মহাজীবন
তোমার জন্য ক্ষয় করব বলে ভেবেছিলাম,
সে শুধু ক্ষয়ে গেলো প্রাত্যহিকতার আলবোলায়
কালো ধোঁয়ার অ-চিত্র আঁকা হয়ে গেছে স্বপ্নের ক্যানভাসে!
যে অলৌকিক আলো আসবে বলে অপেক্ষাতে ছিলাম
যার বিকিরিত মধুস্বপ্নে ভাসব বলে আনন্দিত ছিলাম!
আজ এতকাল পরে বলি,
আমার সুজন বন্ধুরা, প্রিয়তমা স্ত্রী, প্রাণাধিক সন্তানেরা, সুপ্রতবেশীরা,
আমার বিচিত্র শত্রুগণ, শোন,
সে আলো আসে নাই,
হয়তো কোনো দূর কক্ষপথে
আমার অনেক দূর দিয়ে চলে গেছে
তার নিজস্ব পরিভ্রমণ পথে।
সময়ের ছিনতাইকারী এসে ইতোমধ্যে নিয়ে গেছে
আমার ক্ষুধা তৃষ্ণা রক্তকণায় ধ্বনিত বিপ্লব ভালোবাসা।
মস্তিষ্কের নিউরণ হাতড়ে বেড়াই এই গভীর রাত্রে,
সবাই যখন ঘুমে, খুঁজে পাই-
এক কাল-ঘুম নেমেছে কবে আমার সমস্ত আমি জুড়ে!
কী আর করার আছে! কাগজের সাদা পাতাটি
মরা মাছের চোখ নিয়ে তাকিয়ে থাকে আমার দিকে...
সবাই কি পারে? অত সোজা?

 
Electronic Paper